যুব উন্নয়ন অধিদপ্তর, হবিগঞ্জ।
যুবসমাজ যে কোন দেশের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুবসমাজের অংশগ্রহণের উপর অনেকাংশেই নির্ভরশীল। কারণ তাদের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতীর অর্থনেতিক,সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডল। পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশেও যুব সমাজ জাতির ভবিষ্যৎ কর্ণধার। জনসখ্যার সবচেয়ে প্রতিশ্রুতিশীল ও উৎপাদমুখী অংশ হচ্ছে যুবসম্প্রদায়। সুতরাং অসংগঠিত, কর্মপ্রত্যাশী এই যুবগোষ্ঠীকে সুসংগঠিত,সুশৃংখল এবং উৎপাদনমুখী শক্তিতে রুপান্তরের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন প্রণীত জাতীয় যুবনীতি অনুসারে বাংলাদেশের 18-35 বছর বয়সী জনগোষ্ঠীকে যুব হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এ বয়স সীমার জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ; যা আনুমানিক সাড়ে 5 কোটি। সংখ্যার বিবেচনায়ও আমাদের দেশের উন্নয়নের জন্য যুবসমাজের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপুর্ণ।কারণ দেশের মোট শ্রমশক্তির সিংহভাগ যোগান যুবসমাজের মধ্য থেকেই আসে। সুতারাং দেশের মোট জনসংখ্যার সম্ভাবনাময়,আত্মপ্রত্যয়ী, সৃজনশীল ও উৎপাদনক্ষম এ অংশকে জাতীয় উন্নয়নের মূলধারায় অবদান রাখার নিমিত্ত তাদের মাঝে গঠণমূলক মানসিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করে সুশৃংখল কর্মীবাহিনী হিসাবে দেশের আর্থ সামাজিক কর্মকান্ডে নিয়োজিত করার অনুকুল ক্ষেএ তৈরীর উ্দ্দেশ্যে যুব উন্নয়ন অধিদপ্তর শুরু খেকেই বাস্তবভিত্তিক কর্মসূচী বাস্তবায়ন করছে, যাব সুফল ইতোমধ্যে জাতীয় কর্মকান্ডে প্রতিফলিত হচ্ছে। অসংগঠিত ও অনুৎপাদনশীল যুবসমাজকে সুসংগঠিত এবং উৎপাদনমূখী শক্তিতে রুপান্তরের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 1978 সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় সৃষ্টি করে যা পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হিসেবে পুণঃনামকরণ করা হয়। মাঠ পর্যায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়নের জন্য 1981 সা্লে যুব উন্নয়ন অধিদপ্তর সৃষ্টি করা হয়।
· উদ্বুদ্ধকরণ
· প্রশিক্ষণ
· আতম-কর্মসংস্থান
· জাতীয় উন্নয়ন অংশগ্রহণ
নাগরিক সনদ (সিটিজেন চার্টার)
০১। প্রশিক্ষণ সংক্রান্ত সেবা
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা গ্রহীতা |
প্রশিক্ষণ ট্রেডের নাম |
কোর্সের মেয়াদ |
কোর্স শুরম্নর মাস |
আসন সংখ্যা (জন) |
বয়স ও শিক্ষাগত যোগ্যতা |
কোর্স ফি/ ভতি ফি |
কোর্সের ধরণ ও ভাতার পরিমান |
সেবার (প্রশিক্ষণ স্থান) |
তথ্য সরবরাহ নিয়োজিত কর্মকর্তার পদবী ও টেলিফোন নং |
০১ |
০২ |
০৩ |
০৪ |
০৫ |
০৬ |
০৭ |
০৮ |
০৯ |
১০ |
১১ |
১২ |
ক. |
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ |
প্রতিবন্ধী,দুঃস্থ নেশা গ্রস্থ, দরিদ্র ও বেকার যুব এবং যুব মহিলা |
১। গবাদী পশু হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ |
৩ মাস |
জুলাই, অক্টোবর, জানুয়ারী ও এপ্রিল |
৬০ |
১৮-৩৫ বছর,৮ম শ্রেনী পাশ |
১০০/= |
আবাসিক ৩ মাস দৈনিক ৮০ টাকা হারে ভাতা প্রদান করা হয়। |
যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর, হবিগঞ্জ। |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/সহকারী পরিচালক/ডেপুটি কো-অর্ডিনেটর,উপ-পরিচালক ফোনঃ ০৮৩১-৬২০১৯ ০৮৩১-৬২৫১৪ |
০২। পোষাক তৈরী |
৩ মাস ও ৬ মাস |
জুলাই, অক্টোবর (৩ মাস মেয়াদী ও জানুয়ারী (৬ মাস মেয়াদী |
৪০ |
১৮-৩৫ বছর,৮ম শ্রেনী পাশ |
৫০/= |
অনাবাসিক কোন প্রকার ভাতা প্রদান করা হয় না |
যুব উন্নয়ন অধিদপ্তর, হবিগঞ্জ। |
সহকারী পরিচালক/উপ-পরিচালক ফোনঃ ০৮৩১-৬৩৪৬০ ০৮৩১-৬২৫১৪ |
|||
০৩। মৎস্য চাষ |
১ মাস |
প্রতি মাসে |
২০ |
১৮-৩৫ বছর,৮ম শ্রেনী পাশ |
৫০/= |
অনাবাসিক কোন প্রকার ভাতা প্রদান করা হয় না |
ঐ |
ঐ |
|||
০৪। মর্ডান অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপিস্নকেশন |
৬ মাস |
জুলাই ও জানুয়ারী |
৬০ |
১৮-৩৫ বছর,এইচ, এস সি পাশ |
৫০০/= |
অনাবাসিক কোন প্রকার ভাতা প্রদান করা হয় না |
ঐ |
ঐ |
|||
০৫। কম্পিউটার বেসিক |
৬ মাস |
জুলাই ও জানুয়ারী |
৬০ |
১৮-৩৫ বছর,এইচ, এস সি পাশ |
১০০০/= |
অনাবাসিক কোন প্রকার ভাতা প্রদান করা হয় না |
ঐ |
ঐ |
|||
০৬। ইলেকট্রনিক্স |
৬ মাস |
জুলাই ওজানুয়ারী |
৩০ |
১৮-৩৫ বছর,এইচ, এস সি পাশ |
৩০০/= |
ঐ |
ঐ |
ঐ |
|||
৭। রেফিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং |
৬ মাস |
জুলাই ও জানুয়ারী |
৩০ |
১৮-৩৫ বছর,এইচ, এস সি পাশ |
৩০০/= |
ঐ |
ঐ |
ঐ |
|||
৮। ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়ারিং |
৬ মাস |
জুলাই ও জানুয়ারী |
৩০ |
১৮-৩৫ বছর,এইচ, এস সি পাশ |
৩০০/= |
ঐ |
ঐ |
ঐ |
ক্রঃ নং |
সেবার নাম |
সেবা গ্রহীতা |
বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী |
প্রশিক্ষণ ট্রেডের নাম |
কোর্সের মেয়াদ |
সেবার প্রশিক্ষণ স্থান |
কোর্স ফি ভর্তি ফি |
তথ্য সরবরাহে নিয়োজিত কর্মকর্তার পদবী ও টেলিফোন নং |
০১ |
০২ |
০৩ |
০৪ |
০৫ |
০৬ |
০৭ |
০৮ |
০৯ |
খ. |
অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ |
প্রতিবন্ধী,দুঃস্থ নেশা গ্রস্থ, দরিদ্র ও বেকার যুব এবং যুব মহিলা |
১৮-৩৫ বছর,৫ম শ্রেনী পাশ এবং একই এলাকার কমপক্ষে ৩০-৪০ জন বেকার যুব ও যুব মহিলার একত্রে ব্যাচ গঠন করতে হবে। |
১। গাভী পালন/দুগ্ধ খামার স্থাপন ২। গরম্ন মোটাতাজাকরণ ৩। ছাগল পালন প্রশিক্ষণ ৪। পারিবারিক হাঁস মুরগী পালণ প্রশিÿণ ৫। মৎস্য চাষ প্রশিক্ষণ ৬। কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ৭। ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক প্রশিক্ষণ ৮। পোষাক তৈরী প্রশিÿণ ৯। বস্নক ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষণ ১০। এ ছাড়া ও স্থানীয় চাহিদা ভিত্তিক যে কোন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়। |
৭-১০ দিন ৭-১০ দিন ৭-১০ দিন ৭-১০ দিন ৭-১০ দিন ৭-১০ দিন ৭-১০ দিন ২১ দিন ৭-২১ দিন ৭-২১ দিন
|
সংশিস্নষ্ট উপজেলা (উপজেলা যুব উন ণয়ন কর্মকর্তা কর্তৃক নিবাচিত সুবিধা জনক কোন প্রতিষ্ঠান) |
কোন ভর্তি ফি বা কোর্স ফি লাগে না |
উপজেলার ক্ষেত্রে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সংশিস্নষ্ট উপজেলা জেলার ক্ষেত্রে সহকারী পরিচালক/ উপ-পরিচালক ফোন নং০৮৩১-৬৩৪৬০ ০৮৩১-৬২৫১৪ |
০২। যুব ঋণ সংক্রান্ত সেবা
ক্রঃ নং |
সেবার নাম |
ঋনের জন্য প্রশিক্ষনের ধরণ |
ঋনের পরিমান (জন প্রতি) |
সার্ভিস চার্জ |
কিসিত্ম পরিশোদেও ধরন ও সার্ভিস চার্জ |
গ্রেস পিরিয়ড (অবকাশ কালীন সময়) |
পরিশোধের মেয়াদ |
জামানত |
ঋনের দফা |
ঋণ গ্রহণে খরচ |
ঋণ গ্রহনের সময়সীমা |
তথ্য সরবরাহে নিয়োজিত কর্মকর্তার পদবী ও টেলিফোন নং |
০১ |
০২ |
০৩ |
০৪ |
০৫ |
০৬ |
০৭ |
০৮ |
০৯ |
১০ |
১১ |
১২ |
১৩ |
গ. |
প্রকল্প গ্রহণে ঋণ প্রদান |
১। পরিবার ভিত্তিক প্রশিক্ষণ প্রাপ্ত |
৮,০০০/-থেকে ১৬,০০০/- টাকা পর্যন্ত (দফাওয়ারী) |
১০% |
সাপ্তাহিক |
২১ দিন |
০১ বছর |
নেয়া হয় না |
যথাযথ পরিশোধের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৫ম দফা পর্যমত্ম ঋণ প্রদান করা হয় |
প্রতি গ্রম্নপ (৫জন) এর জন্য ঋণ চুক্তি পত্রের জন্য ১৫০/-টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প |
১ম দফা ঋণ মঞ্জুরীর ক্ষেত্রে জরিপ ও প্রশিক্ষণ শেষে আবেদনপত্র যাচাই,বাছাই, জেলা কার্যালয়ে প্রেরণ এবং জেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ১(এক) মাস।২য়,৩য় ৪র্থ ও ৫ম দফায় ঋণ প্রাপ্তির সময়সীমা ২০ (বিশ) দিন |
উপজেলার ক্ষেত্রে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সংশিস্নষ্ট উপজেলা জেলার ক্ষেত্রে সহকারী পরিচালক/ উপ-পরিচালক ফোন ০৮৩১-৬৩৪৬০ ০৮৩১-৬২৫১৪ |
|
|
২। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রাপ্ত |
সর্বোচ্চ ২৫,০০০/-টাকা পর্যমত্ম |
১০% |
মাসিক |
৩ মাস |
০১ থেকে ০২ বছর (ট্রেড অনুযায়ী) |
জামিনদারের জমির মূল দলীল/দলীলের সার্টিফাইড কপি/হালনাগাদ পর্চা ও দাখিলা জমা নেয়া হয় |
যথাযথ পরিশোধের উপর ভিত্তি কওে সর্বোচ্চ ৩য় দফা পর্যমত্ম ঋণ প্রদান করা হয় |
১। আবেদন ফর্মের দাম ১০/- টাকা ঋণ চুক্তি পত্রের জন্য ৩০০/-টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প |
আবেদনপত্র দাখিল যাচাই-বাছাই উপজেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১ (এক) মাস |
উপজেলার ক্ষেত্রে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সংশিস্নষ্ট উপজেলা জেলার ক্ষেত্রে সহকারী পরিচালক/ উপ-পরিচালক ফোন ০৮৩১-৬৩৪৬০ ০৮৩১-৬২৫১৪ |
|
|
৩। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রাপ্ত |
সর্বোচ্চ ১,০০,০০০/-টাকা পর্যন্ত। |
১০% |
মাসিক |
৩ মাস |
০১ থেকে ০২ বছর (ট্রেড অনুযায়ী) |
জামিনদারের জমির মূল দলীল/দলীলের সার্টিফাইড কপি/হালনাগাদ পর্চা ও দাখিলা জমা নেয়া হয় |
যথাযথ পরিশোধের উপর ভিত্তি কওে সর্বোচ্চ ৩য় দফা পর্যমত্ম ঋণ প্রদান করা হয় |
১। আবেদন ফর্মের দাম ১০/- টাকা ঋণ চুক্তি পত্রের জন্য ৩০০/-টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প |
আবেদনপত্র দাখিল যাচাই-বাছাই উপজেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১ (এক) মাস |
উপজেলার ক্ষেত্রে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সংশিস্নষ্ট উপজেলা জেলার ক্ষেত্রে সহকারী পরিচালক/ উপ-পরিচালক ফোন ০৮৩১-৬৩৪৬০ ০৮৩১-৬২৫১৪ |
০৩। যুব সংগঠন তালিকাভুক্তি সংক্রান্ত সেবা
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুব কার্যক্রম সমূহ বাসত্মবায়নের ক্ষেত্রে বেসরকারী যুব সংগঠণ সমুহকে তালিকা ভুক্তি করা হয়। তালিকাভুক্তির নিয়মঃ
ক্রঃ নং |
সেবার নাম |
তালিকা ভুক্তির জন্য সংগঠনের ধরণ |
আবেদন ফর্ম প্রাপ্তির স্থান |
আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজ পত্র |
তালিকা ভুক্তির জন্য খরচ |
জেলা কার্যালয় কর্তৃক তালিকাভুক্তি সম্পাদনের সময় |
তথ্য সরবরাহে নিয়োজিত কর্মকর্তার পদবী ও টেলিফোন নং |
ঘ. |
তালিকা ভুক্তি |
যুব সংগঠন |
যুব উন্নয়ন অধিপ্তরের জেলা ও উপজেলা কার্যালয় |
১। গঠন তন্ত্র অনুমোদনকারী সভার কার্যবিবরণীর সত্যায়িত অন ুলিপি এবং কার্যনিবার্হী কমিটি কর্তৃক অনুমোদিত কার্য বিবরনীর সত্যায়িত অনুলিপি ৩ কপি। ২। কার্য নিবার্হী এবং সাধারণ পরিশোধের সদস্য ও সদস্যাদেও নাম, পেশা,বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং স্বাক্ষরসহ নামের তালিকা ০৩ কপি। ৩। বাড়ী ভাড়াঃ ক) নিজস্ব সম্পত্তি হলে মূল দলিল এবং হালনাগাদ খাজনার সত্যায়িত অনুলিপি, খ) ভাড়াবাড়ী হলে চুক্তি পত্রের ০২ কপি। সত্যায়িত ফটো কপি। ৪। ব্যাংক হিসাবের সনদেও সত্যায়িত অনুলিপি ০৩ কপি ৫। গঠণ তন্ত্রের ফটোকপির ০৩ কপি সত্যায়িত অনুলিপি। ৬। যুব সংগঠনের নিজস্ব প্যাডে পৃথক পৃথক ভাবে বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম। |
তালিকা ভুক্তির জন্য কোন খরচ করতে হয় না। |
জেলা কার্যালয়ে আবেদনপত্র প্রাপ্তির পর ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে তালিকাভুক্তি করা হয়। অসম্পন্ন ক্রুটিপুর্ণ আবেদনপত্র উলিস্নখিত সময়সীমার মধ্যেই ফেরত প্রদান করা হয়। |
উপজেলার ক্ষেত্রে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সংশিস্নষ্ট উপজেলা জেলার ক্ষেত্রে সহকারী পরিচালক/ উপ-পরিচালক ফোন ০৮৩১-৬৩৪৬০ ০৮৩১-৬২৫১৪ |
০৪। যুব সংগঠণকে অনুদান প্রদান সংক্রান্ত সেবাঃ যুব ও ক্রীয়া মন্ত্রনালয় কর্তৃক যুব কল্যাণ তহবিল থেকে প্রতিবছর বাছাইকৃত যুব সংগঠণন সমুহকে প্রকল্প ভিত্তিক ১০,০০০/- টাকা থেকে ২৫,০০০/-টাকা পর্যন্ত অনুদান প্রদান করা হয়। এ ছাড়া অনুন্নয়ন খাতের আওতায় প্রতিবছর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে জেলায় ০১ টি এবং সিটি কর্পোরেশন থেকে ০১ টি করে প্রকল্প ভিত্তিক অনুদান প্রদান করা হয়। যাবতীয় তথ্য ও ফর্ম যুব উন্নয়নের ওয়েব সাইট www.dyd.gov.bd থেকে সংগ্রহ করা যায়।
০৫। পুরস্কার সংক্রান্ত সেবা
ক্রঃ নং |
সেবার নাম |
যুব পুরস্কারের নাম |
বিবরণ |
যে কাজের জন্য পুরস্কার দেয়া হয় |
বিস্তারিত তথ্য |
ঙ. |
যুব পুরস্কার |
১। জাতীয় যুব পুরস্কার |
প্রতিবছর সর্বমোট ১৬ জন যুবকে এ পুরস্কার দেয়া হয় |
যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিÿণ ও যুব ঋণ গ্রহণ কওে আত্মকর্মসংস্থানে সফল হয়ে সমাজে দৃষ্টামত্ম স্থাপন করেছেন। |
মহাপরিচালক/পরিচালক/উপ-পরিচালক, যুব উনণয়ন অধিদপ্তর এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েব সাইট www.dyd.gov.bd
|
২। কমনওয়েলথ যুব পুরস্কার |
সংশিস্নষ্ঠ সংস্থা কর্তৃক জারীকৃত নির্দেশনা মোতাবেক |
যুব ও যুব সংগঠণকে যুব উন্নয়ন কর্মকান্ডে, আদিবাসি যুবদেও উন্নয়ন মূলক কর্মকান্ডের জণ্য এ পুরস্কার দেয়া হয়। |
|||
৩। র্সাক ইয়ুথ এ্যাওয়ার্ড |
সংশিস্নষ্ঠ সংস্থা কর্তৃক জারীকৃত নির্দেশনা মোতাবেক |
দক্ষীণ এশীয় অঞ্চলে যুবদেও শৃজনশীল এবং উৎপাদনমুখী কার্যক্রমে স্বীকৃতি সরম্নপ ১৯৭৭ সাল থেকে যুবদেও র্সাক ইয়ুথ এ্যাওয়ার্ড প্রদান করা হয়। |
যুব উন্নয়ন অর্থ
· যুবদের উন্নয়ন (যুবরা যুবদের জন্য কাজ করবে)।
· যুবদের জন্য উন্নয়ন (সমাজ যুবদের জন্য কাজ করবে)।
· যুবদের দ্বারা উন্নয়ন (যুবরা সমাজের জন্য কাজ করবে)।